ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩২৫১ মামলা

3 hours ago 3
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ দিনে ৩ হাজার ২৫১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।  বৃহস্পতি ও শুক্রবার (১৬ জানুয়ারি ও ১৭ জানুয়ারি) ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এ ছাড়াও অভিযানকালে ১০২টি গাড়ি ডাম্পিং ও ৪৩টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত ১৫ জানুয়ারি ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে ২ হাজার ১২৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে ৬৭টি গাড়ি ডাম্পিং ও ৪৪টি গাড়ি রেকার করেছে।
Read Entire Article