ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিষ্কারে শিক্ষার্থীরা

2 months ago 20

সারাদেশে শহর পরিষ্কার এবং যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা। দিনাজপুরেও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। একই সঙ্গে পরিষ্কার করছেন সড়ক।

বুধবার (৭ আগস্ট) দিনাজপুর শহরের কাচারী মোড়, হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজার মোড়, মর্ডান মোড়, চারুবাবুর মোড়, কোতয়ালী থানা মোড়, চৌরঙ্গী সিনেমাহল মোড়, কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, পুলহাট, দিনাজপুর মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা মোড়সহ শহরের বিভিন্ন মোড়ে দেখা যায় শিক্ষার্থীদের।

তারা শহরের বিভিন্ন রাস্তা পরিষ্কার করছেন। নিয়ম মেনে যানবাহন চলা দেখে মনে হচ্ছে এ যেন চিরচেনা দিনাজপুর শহর নয়। উন্নত কোনো দেশের ছবি। রাস্তায় ময়লা-আবর্জনা নেই। নেই কোনো যানজট।

ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিষ্কারে শিক্ষার্থীরা

কাচারী রেলঘুন্টি মোড়ে কথা হয় খালিদ হাসান নামে এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, রেলঘুন্ট রাস্তাটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে যানজট লেগেই থাকে। এখন ট্রাফিক পুলিশ না থাকায় আমরা কাজ করে যাচ্ছি। যানবাহন এক লাইনে চলাচল, মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া রাস্তার ওপরে যাত্রী উঠানামা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।

বাহাদুর বাজার মোড়ে বিকেল ৩টায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করছিলেন সুমন নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, এখন কথা নয়, আমরা আগে দেশ গোছানো ও পরিষ্কার শহর গড়ি তুলি তখন কথা হবে।

শিক্ষার্থীরা জানান, তারা সকাল থেকেই আছেন। কেউ বাঁশি ও পতাকা নিয়ে এসেছেন সিগন্যাল দেওয়ার জন্য।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস

Read Entire Article