মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি ও রাজনৈতিক বক্তব্যে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন বহু কানাডীয় নাগরিক।
ভ্যাঙ্কুভারের বাসিন্দা পিটার মালহল্যান্ড ও তার স্ত্রী বেসবল খেলা দেখতে সিয়াটল যেতেন। কিন্তু এবার তারা সেই পরিকল্পনা বাতিল করেছেন। মালহল্যান্ড জানান, ট্রাম্পের কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর প্রসঙ্গ তাদের বিরক্ত করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেন যখন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে মন্তব্য করেন।
আরও পড়ুন>>
- ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা
- ট্রাম্প আসলেই কানাডা দখল করতে চান: ট্রুডো
- ট্রাম্পের শুল্ক হুমকি যেভাবে সামলালো মেক্সিকো-কানাডা
ভ্যাঙ্কুভার-ভিত্তিক ট্রাভেল গ্রুপের পরামর্শক ম্যাকেনজি ম্যাকমিলান জানান, তার অনেক ক্লায়েন্ট যুক্তরাষ্ট্রের ভ্রমণ বাতিল করেছেন। ফেব্রুয়ারি সাধারণত ভ্রমণের জন্য ব্যস্ত সময় থাকে। কিন্তু গত দুই সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রগামী নতুন কোনো বুকিং পাননি।
ম্যাকমিলানের মতে, কানাডীয়দের যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনীহার পেছনে মূল কারণ হলো শুল্ক এবং ৫১তম রাজ্যের প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব
যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৪ সালে কানাডা থেকে ২ কোটি ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন। এ থেকে যুক্তরাষ্ট্র ২ হাজার ৫০ কোটি ডলার আয় করে এবং ১ লাখ ৪০ হাজার চাকরিতে সহায়তা পায়। তবে ভ্রমণকারীর সংখ্যা ১০ শতাংশ কমে গেলে ২০ লাখ পর্যটক কমবে, ২১০ কোটি ডলার ক্ষতি হবে ও ১৪ হাজার মানুষ চাকরি হারাবেন।
এয়ার কানাডা এখনো যুক্তরাষ্ট্রগামী ভ্রমণে বড় পরিবর্তন দেখছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে, ওয়েস্টজেট জানিয়েছে, এ বছরের প্রথম কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের চাহিদা প্রায় ২৫ শতাংশ কমেছে।
ম্যাকমিলান বলেন, যুক্তরাষ্ট্রের পরিবর্তে কানাডীয়রা মেক্সিকো, ইউরোপ, আইসল্যান্ড ও এশিয়ার দিকে ঝুঁকছেন।
পিটার মালহল্যান্ড জানান, তারা এ বছর যুক্তরাষ্ট্রের পরিবর্তে ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন নতুন জায়গায় ঘুরে দেখার পরিকল্পনা করছেন।
সূত্র: এপি
কেএএ/