ফিলিস্তিনের গাজা দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনের হুমকি রুখে দিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ট্রাম্পের গাজা আগ্রাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে এসব কথা বলা হয়।
দলটির নেতারা বলছেন, দেড় বছর ধরে গণহত্যার শিকার গাজার বাসিন্দাদের উচ্ছেদে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা ইতিহাসের জঘন্যতম পৈশাচিকতা ছাড়া আর কিছুই নয়। এ আগ্রাসন শুধু মুখে প্রতিবাদ করলে হবে না বরং সর্বাত্মক উপায়ে ফিলিস্তিনের পাশে থাকতে হবে।
জুমার নামাজের পরপরই জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মী ও মুসল্লিরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’‘বিশ্ববাসী এক হও, গাজা আগ্রাসন রুখে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ পূর্ব সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান বলেন, গাজা দখলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের জর্ডান ও মিশরে পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে গাজাকে ইসরায়েলের অধিভুক্ত করার পাঁয়তারা চলছে। এর বিরুদ্ধে সব মুসলিম দেশকে রুখে দাঁড়াতে হবে।
জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান শফিউর রহমান বলেন, ফিলিস্তিনকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব সময় প্রাসঙ্গিক রাখতে স্থায়ীভাবে প্রতি শুক্রবার বাদ জুমা কর্মসূচি পালন করবে জাতীয় বিপ্লবী পরিষদ। এরই অংশ হিসেবে আজ ‘ফিলিস্তিনকে ভুলে যাবে না বাংলাদেশ’ শীর্ষক বিক্ষোভ করা হয়েছে। আগামী সপ্তাহেও একই কর্মসূচি পালন করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও ডা. মাসুম বিল্লাহ, সদস্য তোফায়েল হোসেন, মামুনুর রশীদ ও মেহেদী হাসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, কেন্দ্রীয় সদস্য আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ ইফাত ও শিহাব উল হক প্রমুখ।
এএএম/এমএএইচ/