ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে বিস্ফোরক বার্তা রাশিয়ার

2 hours ago 4

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি ‘টাইম বোমা’ বলে সতর্ক করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘমেয়াদে ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি ‘টাইম বোমা’ হিসেবে কাজ করবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহা সফরে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ল্যাভরভ। সেখানে বেশিরভাগ সময় তিনি ফিলিস্তিন সংকট নিয়ে কথা বলেন। 

ল্যাভরভ বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে। সে প্রস্তাবকে উপেক্ষা করে যদি ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয় তাহলে গোটা অঞ্চলের ওপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে একটি টাইম বোমাকে সক্রিয় করা হবে যা যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি প্রত্যাখ্যান করে বিগত কয়েক দশক ধরে বিকল্প যে পরিকল্পনাই হাতে নেয়া হয়েছে তার প্রত্যেকটি ব্যর্থ হয়েছে। 

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে একটি শান্তি চুক্তির পথে ইসরায়েল যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাতে মস্কো উদ্বিগ্ন। গাজাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানব ইতিহাসে কলঙ্কজনক। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলে নেওয়ার যে পরিকল্পনা প্রকাশ করেছেন তা আরও ভয়ংকর। 

ল্যাভরভ বলেন, ট্রাম্প সম্প্রতি গাজাবাসীকে প্রতিবেশী আরব দেশগুলোতে বিতাড়িত করার পরিকল্পনা উত্থাপন করেছেন। তিনি গাজাবাসীকে তাড়িয়ে দিয়ে সেখানে একটি সৈকত রিসোর্ট নির্মাণ করতে চান। কিন্তু তার এই পরিকল্পনা সামনে এগোলে তা পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি ‘টাইম বোমা’ হিসেবে কাজ করবে। 

এদিকে ট্রাম্প গতকাল তার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ভিডিওতে ট্রাম্পের প্রস্তাবিত নতুন গাজার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ট্রাম্প, ইলন মাস্ক ও নেতানিয়াহুকে নিয়ে তৈরি করা সেই ভিডিওতে গাজায় বড় বড় রিজোর্ট এবং বিনোদনকেন্দ্র দেখা যাচ্ছে।

গাজায় রিজোর্ট নির্মান নিয়ে শুধু চিন্তা করেই থেমে নেই ট্রাম্প। ট্রাম্পের পশ্চিম এশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টেভ উইটকফ মঙ্গলবার বলেছেন, গাজায় রিসোর্ট নির্মাণ করার বিষয়ে অচিরেই আঞ্চলিক রিয়াল স্টেট ডেভলপারদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সূত্র : প্রেস টিভি 

Read Entire Article