যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কয়েক ডজন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের নামও।
দেখে নেওয়া যাক কোন কোন দেশের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপ করলেন ট্রাম্প:
লেসোথো – ৫০ শতাংশ
কম্বোডিয়া – ৪৯ শতাংশ
লাওস – ৪৮ শতাংশ
মাদাগাস্কার – ৪৭ শতাংশ
ভিয়েতনাম – ৪৬ শতাংশ
শ্রীলঙ্কা – ৪৪ শতাংশ
মিয়ানমার (বার্মা) – ৪৪ শতাংশ
মরিশাস – ৪০ শতাংশ
গায়ানা – ৩৮ শতাংশ
বাংলাদেশ – ৩৭ শতাংশ
লিচেনস্টাইন – ৩৭ শতাংশ
সার্বিয়া – ৩৭ শতাংশ
বতসোয়ানা – ৩৭ শতাংশ
থাইল্যান্ড – ৩৬ শতাংশ
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা – ৩৫ শতাংশ
চীন – ৩৪ শতাংশ
উত্তর মেসিডোনিয়া – ৩৩ শতাংশ
ফিজি – ৩২ শতাংশ
তাইওয়ান – ৩২ শতাংশ
ইন্দোনেশিয়া – ৩২ শতাংশ
সুইজারল্যান্ড – ৩১ শতাংশ
আলজেরিয়া – ৩০ শতাংশ
দক্ষিণ আফ্রিকা – ৩০ শতাংশ
পাকিস্তান – ২৯ শতাংশ
তিউনিসিয়া – ২৮ শতাংশ
কাজাখস্তান – ২৭ শতাংশ
ভারত – ২৬ শতাংশ
দক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশ
কেএএ/