ট্রাম্পের জমকালো নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে দেখা গেলো রোনালদোকে

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে ‘ব্ল্যাক-টাই ডিনার’এ সৌদি যুবরাজের সঙ্গে অংশ দেখা গেছে সুপারস্টার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণে সৌদি যুবরাজের সঙ্গে হাজির হন এই ফুটবল স্টার। অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেন, রোনালদোকে অতিথি হিসেবে পাওয়া তার জন্য ‘গৌরবের’ বিষয়। মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, সৌদি প্রো লিগে যোগ দিয়ে দেশটির আধুনিকায়ন প্রচেষ্টার ‘মুখপাত্র’ হিসেবে উত্থান ঘটেছে রোনালদোর। সৌদি যুবরাজ বর্তমানে তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ক্রীড়া ও পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন। এদিন হোয়াইট হাউজের একজন কর্মকর্তা নিশ্চিত করেন যে রোনালদো নৈশভোজে উপস্থিত থাকবেন, তবে তিনি যুবরাজের সরকারি প্রতিনিধিদলের অংশ কিনা, তা স্পষ্ট জানানো হয়নি। সমালোচকদের অভিযোগ, সৌদির এ বিপুল বিনিয়োগ মানবাধিকার রেকর্ড ও তেলশিল্পের পরিবেশগত ক্ষতি আড়াল করার কৌশল, যাকে অনেকে ‘স্পোর্টসওয়াশিং’ বলে অভিহিত করেন। নৈশভোজের ভাষণে ট্রাম্প সৌদি আরবকে ‘বড় নন-ন্যাটো মিত্র’ বলে আখ্যা দেন। দিনের শুরুতে তিনি ওভাল অফিসে যুবরাজকে বৈঠকে স্বাগতও জানান।

ট্রাম্পের জমকালো নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে দেখা গেলো রোনালদোকে

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে ‘ব্ল্যাক-টাই ডিনার’এ সৌদি যুবরাজের সঙ্গে অংশ দেখা গেছে সুপারস্টার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণে সৌদি যুবরাজের সঙ্গে হাজির হন এই ফুটবল স্টার।

অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেন, রোনালদোকে অতিথি হিসেবে পাওয়া তার জন্য ‘গৌরবের’ বিষয়। মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, সৌদি প্রো লিগে যোগ দিয়ে দেশটির আধুনিকায়ন প্রচেষ্টার ‘মুখপাত্র’ হিসেবে উত্থান ঘটেছে রোনালদোর।

সৌদি যুবরাজ বর্তমানে তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ক্রীড়া ও পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন। এদিন হোয়াইট হাউজের একজন কর্মকর্তা নিশ্চিত করেন যে রোনালদো নৈশভোজে উপস্থিত থাকবেন, তবে তিনি যুবরাজের সরকারি প্রতিনিধিদলের অংশ কিনা, তা স্পষ্ট জানানো হয়নি।

সমালোচকদের অভিযোগ, সৌদির এ বিপুল বিনিয়োগ মানবাধিকার রেকর্ড ও তেলশিল্পের পরিবেশগত ক্ষতি আড়াল করার কৌশল, যাকে অনেকে ‘স্পোর্টসওয়াশিং’ বলে অভিহিত করেন।

নৈশভোজের ভাষণে ট্রাম্প সৌদি আরবকে ‘বড় নন-ন্যাটো মিত্র’ বলে আখ্যা দেন। দিনের শুরুতে তিনি ওভাল অফিসে যুবরাজকে বৈঠকে স্বাগতও জানান।

রোনালদোর দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। তিনি মজা করে আরও বলেন, ব্যারন ট্রাম্প আজ তাকে সরাসরি দেখেছে। আমি মনে করি, এখন থেকে সে আমাকে একটু বেশি সম্মান করবে, কারণ আমি তাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি!

ডিনারে উপস্থিত ছিলেন- ধনকুবের ইলন মাস্কও। অ্যাপলের প্রধান টিম কুকসহ অন্যান্য শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও যোগ দেন তিনি। এপ্রিলে ‘ডিপার্টমেন্ট ফর গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ)’ থেকে পদত্যাগের পর এবারই প্রথমবার মাস্ক হোয়াইট হাউজে যান তিনি।

২০১৬ সালের পর এটাই রোনালদোর যুক্তরাষ্ট্রে প্রথম প্রকাশ্য উপস্থিতি। এর মধ্যে তিনি লাস ভেগাসের এক নারী তার বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ তোলেন। ক্যাথরিন মায়োরগা নামের ওই নারী অভিযোগ করেন, ২০০৯ সালে রোনালদো তাকে ধর্ষণ করেছিলেন, যা রোনালদো সরাসরি অস্বীকার করেন।

২০১৮ সালে রোনালদো বলেন, ধর্ষণ ঘৃণ্য অপরাধ, যা আমার বিশ্বাস ও চরিত্রের সম্পূর্ণ বিপরীত। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা জানান, ক্যাথরিনের অভিযোগ প্রমাণ করার মতো তথ্য-প্রমাণ নেই, তাই মামলা করা সম্ভব না।

২০২৩ সালের শুরুতে তিনি সৌদির আল নাসের ফুটবল ক্লাবে যোগ দেন, যা সৌদি সার্বভৌম সম্পদ তহবিল (পিআইএফ) মালিকানাধীন ও যুবরাজ সালমান নিজেই এটির চেয়ারম্যান। সেখানে রোনালদোকে বছরে ২০ কোটি ডলার, অর্থাৎ দৈনিক অর্ধ মিলিয়ন ডলারেরও বেশি পরিশোধ করা হয় বলে জানা যায়।

চলতি বছরের জুনে তিনি আরও দুই বছরের নতুন চুক্তি করেন, যার মোট মূল্য ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার। ব্লুমবার্গের হিসাবে তিনি ফুটবলের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়ে পরিণত হন, যার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলারে।

এ মাসের শুরুর দিকে রিয়াদে পর্যটন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে রোনালদো সৌদির উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন এবং ২০৩৪ বিশ্বকাপ সৌদিতে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: বিবিসি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow