ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানালেন নেতানিয়াহু

2 months ago 9

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উদ্ভট উইচহান্ট’ বলে অভিহিত করা এবং তা বন্ধের আহ্বান জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, আমার প্রতি এবং ইসরায়েল ও ইহুদি জাতির প্রতি আপনার গভীর সহানুভূতির জন্য আপনাকে ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা একঙ্গে আমাদের যৌথ শত্রুদের পরাজিত করবো, আমাদের বন্দিদের মুক্ত করবো এবং দ্রুত শান্তির বৃত্তকে আরও বিস্তৃত করবো।

এর আগে বুধবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তাকে ক্ষমা দেওয়া হোক। তিনি একজন মহান নায়ক, যিনি ইসরায়েলের জন্য অসাধারণ অবদান রেখেছেন।

২০১৯ সালে ঘুস, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু। ২০২০ সালে তার বিচার শুরু হয়, যা তিনটি আলাদা ফৌজদারি মামলার অংশ। তিনি নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি মাসের ৩ জুন থেকে তেল আবিবে তার জেরা শুরু হয়েছে, যা প্রায় এক বছর পর্যন্ত চলতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

অন্যদিকে ইরান-ইসরায়েলের ‘১২ দিনের যুদ্ধ’ থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ভাগ্য এখনো পরিবর্তন হয়নি। তবে সেই সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

গাজায় নতুন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীরা জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামসের এক কর্মকর্তা। এদিকে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দাবি, চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে হামাস ও ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article