ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিমর্ষ বাইডেন-কমলা

4 hours ago 7

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অন্যদের সঙ্গে যোগ দিয়েছিলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল।

একইভাবে মনমরা হয়ে বসেছিলেন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও।

শপথ শেষে নিজের প্রথম ভাষণে বাইডেনের সামনেই তার প্রশাসনের নীতি ও নানা পদক্ষেপের কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি খুব সহজভাবে আমেরিকাকে প্রথম স্থানে রাখবো।

ট্রাম্প তার বক্তৃতায় বাইডেন প্রশাসন এবং তাদের অভিবাসী সংকট মোকাবিলার সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস সংকটের’ মুখোমুখি হচ্ছে।

তার অভিযোগ, আগের প্রশাসন ‘বিপজ্জনক অপরাধীদের’ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করেছে যারা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছে। ট্রাম্প বলেন, আমাদের একটি সরকার রয়েছে, যা একটি সাধারণ সংকটও পরিচালনা করতে পারে না।

তিনি নর্থ ক্যারোলিনায় হ্যারিকেন এবং লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়েও কথা বলেন। ট্রাম্প বলেন, আগুন কিছু সবচেয়ে ধনী এবং ক্ষমতাবানদের প্রভাবিত করেছে, যাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন।

দেশটির অতীত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্যোগের সময় কার্যকর নয়, কিন্তু এর জন্য আমরা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি খরচ করি।

ট্রাম্প বলেন, এই সব কিছু পরিবর্তন হবে, আজ থেকেই এবং খুব দ্রুত পরিবর্তন হবে।

সূত্র: বিবিসি
কেএএ/

Read Entire Article