ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনে নতুন কমিটি গঠন
গাজায় যুদ্ধোত্তর শাসনব্যবস্থা গড়ে তুলতে জাতীয় গাজা প্রশাসন কমিটি (এনসিএজি) গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউস জানায়, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, আলি শাথ নামে একজন প্রযুক্তিবিদ ও নিরপেক্ষ ব্যক্তিকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গাজায় সরকারি সেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও টেকসই স্বশাসনের প্রস্তুতি তদারকি করবেন। এই উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩ (২০২৫)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই প্রস্তাবে ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় এবং বাস্তবায়ন তদারকিতে একটি ‘বোর্ড অব পিস’ গঠনের কথা বলা হয়। এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। গাজায় মাঠপর্যায়ে কাজ তদারকির জন্য নিকোলাই ম্লাদেনভ-কে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাসপার জেফার্স, যিনি নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং মানবিক সহায়তা নিশ্চিত করবেন। এছাড়া গঠিত হ
গাজায় যুদ্ধোত্তর শাসনব্যবস্থা গড়ে তুলতে জাতীয় গাজা প্রশাসন কমিটি (এনসিএজি) গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউস জানায়, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, আলি শাথ নামে একজন প্রযুক্তিবিদ ও নিরপেক্ষ ব্যক্তিকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গাজায় সরকারি সেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও টেকসই স্বশাসনের প্রস্তুতি তদারকি করবেন।
এই উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩ (২০২৫)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই প্রস্তাবে ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় এবং বাস্তবায়ন তদারকিতে একটি ‘বোর্ড অব পিস’ গঠনের কথা বলা হয়। এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
গাজায় মাঠপর্যায়ে কাজ তদারকির জন্য নিকোলাই ম্লাদেনভ-কে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাসপার জেফার্স, যিনি নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং মানবিক সহায়তা নিশ্চিত করবেন।
এছাড়া গঠিত হয়েছে একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড, যেখানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। বোর্ডটির লক্ষ্য আরব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদার করা।
এর আগে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যবিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধ অবসানের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এক প্রস্তাবে গাজা যুদ্ধের অবসান এবং ২০২৭ সাল পর্যন্ত একটি অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দেয়।
What's Your Reaction?