মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে জেলেনস্কি জানান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ছিল গঠনমূলক। খুবই ভালো আলোচনা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় এ বৈঠক শুরু হয়। লাইভ আপডেটে এ তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এসময় জেলেনস্কি বারবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে বৈঠক করার জন্য।
জেলেনস্কি জানান, ট্রাম্প একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছেন এবং ইউক্রেন খুশি হবে যদি তিনি এতে অংশ নেন।
এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনে পৌঁছান জেলেনস্কি। এরপর সোমবার দুপুর ঠিক ১টা ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে পৌঁছান তিনি।
ট্রাম্প-জেলেনস্কির এ বৈঠকে জেলেনস্কির সঙ্গে আছেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ।
আর ট্রাম্পের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।