ট্রেনে ঈদযাত্রা: মঙ্গলবার মিলবে ১৪ জুনের টিকিট

4 months ago 57

আসন্ন ঈদুল আজহা ঘিরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ যারা আগামী ১৪ জুন ভ্রমণ করতে ইচ্ছুক তাদের টিকিট কিনতে হবে মঙ্গলবার। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের অনলাইনে এ টিকিট সংগ্রহ করতে হবে৷

মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায় ১৪ জুনের আগাম টিকিট বিক্রি শুরু হবে৷ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হবে৷ আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি দুপুর ২টা থেকে শুরু হবে৷

এছাড়া আগামী ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট পাওয়া যাবে ৬ জুন৷ একজন যাত্রী অগ্রিম ও ফিরতি ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন৷ এক্ষেত্রে ওই যাত্রীর সর্বোচ্চ ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম উল্লেখ করার ব্যবস্থা থাকবে৷

ঈদযাত্রার এ টিকিট রিফান্ড করা যাবে না৷ টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট কেনার সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি (OTP) পাঠানোর ব্যবস্থা করা হবে৷ ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে৷

তবে যাত্রীদের সুবিধার্থে ঈদের উভয় যাত্রায় আন্তঃনগর ট্রেনের সব আসনের টিকিট বিক্রি শেষে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে৷

এনএস/এমকেআর/জেআইএম

Read Entire Article