ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবকের দেহ

3 weeks ago 17
চট্টগ্রামের মিরসরাইয়ে সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে বারইয়ারহাট কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে কালো রঙের ট্রাউজার এবং গায়ে ফুলহাতা চেক শার্ট রয়েছে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বারইয়ারহাট কলেজ গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে স্থানীয়রা বলছেন, যুবকটি আত্মহত্যা করেছে।  তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দুপুরের উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকার ডাউন লেনে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Read Entire Article