ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

3 months ago 22

 

রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. লোকমান হদানিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা পথচারী আব্দুল্লাহ নোমান জানান, কারওয়ান বাজার রেলগেটে এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়, দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।

এমআরএম/জেআইএম

Read Entire Article