১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন ইমরানুর রহমান। তবে জাতীয় সামার অ্যাথলেটিকসে আজ ২০০ মিটার ইভেন্টে দৌড় শেষ করতে পারেননি। মাঝ পথে পড়ে যান। ট্র্যাক ছেড়ে যেতে হয়েছিল হাসপাতালে। তবে আশার কথা পেশির চোট গুরুতর কিছু নয়। তবে দৌড় শেষ করতে না পেরে লন্ডন প্রবাসী অ্যাথলেট যেমন হতাশ আবার অনিয়ম নিয়ে ফেডারেশনের ওপর ক্ষোভও ঝাড়তে কার্পণ্য করেননি।
নিজের চোট নিয়ে দেশের দ্রুততম মানব বাংলা... বিস্তারিত