ট্র্যাবের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আবু আবিদ
নিবন্ধিত সাংবাদিক সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।
রোববার (১২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়।
এ সম্পর্কে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) সভাপতি কাদের মনসুর বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার মতো একজন মানুষের খোঁজ করছিলাম। সবাই তাকে একজন জনপ্রিয় সমাজকর্মী হিসেবে চেনেন। তিনি একজন সফল সংগঠক। দুর্বার তারুণ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তার ইউনিক আইডিয়া গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি পুরো দেশ তথা বিশ্বব্যাপী এখন সমাদৃত। তার আইডিয়া ও অদম্য নেতৃত্বের গুণাবলি আমাদের সংগঠনকে আরও গতিশীল ও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। তাকে নিয়ে সংগঠনের সবাই খুবই আশাবাদী।
দায়িত্ব পেয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, গণমাধ্যমে যখন কাজ শুরু করেছিলাম, তখন থেকেই এই সংগঠনের বিভিন্ন কাজ আমার নজর কেড়েছে। হঠাৎ যখন এই সংগঠনে পদের প্রস্তাব পাই, তখন থেকেই আমার মধ্যে একটি মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে আনন্দ অনুভব করছি, অন্যদিকে এত বড় দায়িত্ব পালন করার সাহস সঞ্চার করছি। তবে যদি সবার সহযোগিতা আমি পাই, এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। আমার মতো নগণ্য মানুষের জন্য এটা অনেক বড় সম্মাননা। যারা আমাকে এই পদে আসীন করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
মুহাম্মদ আবু আবিদ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন জনপ্রিয় সমাজকর্মী ও সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি সামাজিক ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার তারুণ্য ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা। ২০১৯ সালে প্রতিষ্ঠিত দুর্বার তারুণ্য ফাউন্ডেশন আবিদের ব্যতিক্রম পরিকল্পনা বাস্তবায়ন ও সামাজিক কাজের কারণে খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। ইতোমধ্যে দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
আবদি দীর্ঘদিন ধরে দেশের স্যাটেলাইট চ্যানেলসহ নানা গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। বর্তমানে মুহাম্মদ আবু আবিদ ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।