ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে মাদক-নিষিদ্ধ ওষুধসহ আটক ৩
ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) একটি টহল দল এ অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াডাংগী উপজেলার ‘উদয়পুর মাহাতবস্তি’ এলাকায় টহল দল অভিযানে নামে। এসময় তিনজনকে আটক করা হয়। তাদের সবার বাড়ি বালিয়াডাঙ্গি উপজেলায়। আটকরা হলেন- বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. রেজাউল (৩২), পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) ও মোড়লবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মো. হাকিম (২৪)। অভিযানে টহল দল সাত পিস ইয়াবা, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করে। বিজিবি জানায়, আটকদের জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ওষুধ ও মোটরসাইকেলসহ আইনগত ব্যবস্থা নিতে বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে। তানভীর হাসান তানু/এমএন/এমএস
ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) একটি টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াডাংগী উপজেলার ‘উদয়পুর মাহাতবস্তি’ এলাকায় টহল দল অভিযানে নামে। এসময় তিনজনকে আটক করা হয়। তাদের সবার বাড়ি বালিয়াডাঙ্গি উপজেলায়।
আটকরা হলেন- বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. রেজাউল (৩২), পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) ও মোড়লবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মো. হাকিম (২৪)।
অভিযানে টহল দল সাত পিস ইয়াবা, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করে।
বিজিবি জানায়, আটকদের জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ওষুধ ও মোটরসাইকেলসহ আইনগত ব্যবস্থা নিতে বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে।
তানভীর হাসান তানু/এমএন/এমএস
What's Your Reaction?