ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি এমপির

1 month ago 29

একজন দেশের প্রধান, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আর এই অশান্তি সামলাতে পারছেন না? যদি না পারেন তাহলে ছেড়ে দেন। আর তার নোবেল পুরস্কারটি কেড়ে নেওয়া হোক। বাংলাদেশের অন্তবর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ও বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি দাবি করেছেন, বাংলাদেশে অন্যায় হচ্ছে। কিন্তু এ নিয়ে বিশেষ কিছু করা হচ্ছে না। এর জন্য ড. ইউনূসকে দায়ী করে বিজেপির এই এমপি বলেন, একটা অস্থায়ী সরকারের প্রধান হয়েছেন তিনি। কিন্তু যেভাবে বাংলাদেশে অশান্তি চলছে, তাতে আমি মনে করি, এই মুহূর্তে তার পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত নোবেল কমিটির।

আরও পড়ুন>> 

যদিও নোবেল কমিটির এমন কোনো নিয়ম আছে কি না সে বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্ৰেফতারি নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্ৰেফতার করে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। তাকে যদি আটকে রাখতেই হয়, তাহলে অন্য কোনো জায়গায় রাখুক।

ডিডি/কেএএ/

Read Entire Article