ডা. মিলনের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

2 months ago 27

১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরশাসক এরশাদের গুপ্তবাহিনীর গুলিতে নিহত ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।  

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেলের বহির্বিভাগস্থ ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠের পর ঢাবির টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শহীদ ডা. মিলন স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, কীভাবে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার্থে অকাতরে আত্মোৎসর্গ করে যেতে হয়। তার সেই মহান আত্মত্যাগের বার্ষিকীতে আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি। 

তিনি আরও বলেন, শহীদ ডা. মিলনের মহান আত্মত্যাগের উদাহরণ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে সামনের দিনে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত, সুসংহত ও সুপরিকল্পিত নেতৃত্বে একটি সাম্য ও মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি।

কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Read Entire Article