ডা. সজীবের মায়ের হাতে পৌঁছালো অক্সিজেন কন্সান্ট্রেটরসহ তারেক রহমানের ঈদ উপহার

1 week ago 15

জুলাই অভ্যুত্থানে শহীদ ডা. সজীবের অসুস্থ মা ঝর্না বেগমের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া অক্সিজেন কন্সান্ট্রেটর ও ঈদ উপহার পৌঁছানো হয়েছে।

শনিবার (২৯ মার্চ) কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ছুটে যান ডা. সজীবের নরসিংদীর বাড়িতে। সেখানে গিয়ে প্রতিনিধি দল ডা. সজীবের মায়ের স্বাস্থ্যের খোঁজ নেন।

তারা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে আক্রান্ত ঝর্না বেগমের হাতে তুলে দেন অক্সিজেন কন্সান্ট্রেটর। এ সময় তারেক রহমানের দেয়া ঈদ উপহারও হস্তান্তর করেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা পরবর্তীতে যেকোনো প্রয়োজনে পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মাদ মাহমুদুর রহমান নোমান, সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল আহসান, গাইনি অনকোলজিস্ট ডা. মির্জা আসাদুজ্জামান রতন, বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. আশিক চৌধুরী পিয়াস, ডা. মঞ্জুরুল ইসলাম ও অন্যান্যরা।

ডা. সজীব তায়রুন্নেসা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। সংসারের বড় সন্তান ছিলেন তিনি। ১৮ জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। মা ঝর্না বেগম দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে আক্রান্ত। প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় তার। বড় সন্তান ও চিকিৎসক হিসেবে সজীবই মায়ের দেখভাল করতেন।

Read Entire Article