ডাকসু নির্বাচনে ছুটির সিদ্ধান্ত বদল, ক্লাস বন্ধ শুধু ভোটের দিন

1 day ago 2

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধু ভোটের দিন ৯ সেপ্টেম্বর ছুটি থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন।

এর আগে ডাকসু নির্বাচন উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ছুটিতে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এতে শিক্ষার্থীরা লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি অথবা বেড়াতে যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করছিলেন অনেক প্রার্থী। কেউ কেউ এ ছুটি বাতিলের দাবিও তোলেন।

এএএইচ/এমকেআর/এমএস

Read Entire Article