ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচিতে বাগছাস

2 months ago 36

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাবি শাখার নেতাকর্মীরা।

শনিবার (২৪ মে) দুপুর দেড়টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি, যুগ্ম সদস্য সচিব তানজিনা তানিম হাফসা প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বাগছাস নেতাকর্মীরা ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’; ‘উই ওয়ান্ট ডাকসু, জাস্টিস ফর সাম্য’; ‘গোলামী না ডাকসু, ডাকসু ডাকসু’; ‘ডাকসুর তফসিল, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে আজ শনিবার দুপুরে ডাকসু নির্বাচন ইস্যুতে জরুরি সভায় বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ আলোচনার পরেই ডাকসু নিয়ে ঢাবি প্রশাসনের অবস্থান জানা যাবে মনে করছেন সংশ্লিষ্টরা।

Read Entire Article