ডাকসু নির্বাচনের দিন চলবে শাটল সার্ভিস

1 day ago 3

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

রোববার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর শাটল সার্ভিসের রুট প্রকাশ করেছে। 

রুটম্যাপে বলা হয়েছে, ডাকসু নির্বাচন ২০২৫’র ভোটারদের সুবিধার্থে শাটল সার্ভিস চালু করা হবে। এদিনে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে। 

রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কার্জন হল হয়ে শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলমান থাকবে।

এদিকে ডাকসু ও হল সংসদের এবারের নির্বাচনে প্রচারের শেষ দিন ছিল গতকাল রোববার। দিনভর ক্যাম্পাসজুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি ও কর্মীদের সরগরম পদচারণা। প্রতিটি প্যানেলের প্রার্থীরা নিজেদের ইশতেহার তুলে ধরতে শিক্ষার্থীদের কাছে ছুটে যান। তাদের লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইতে দেখা যায়। বিশেষ করে প্রচারের শেষ কয়েক ঘণ্টা টিএসসি, মধুর ক্যান্টিন, বিভিন্ন অনুষদ ভবন ও হলগুলোতে ছিল প্রার্থীদের জোর তৎপরতা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার এই নির্বাচনের ভোট গ্রহণ হবে।

ডাকসুর এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। যার মধ্যে নারী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬২ জন নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন, এজিএস পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা সবাই ভোট দিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Read Entire Article