ডাকসুর গঠনতন্ত্র সংস্কার প্রস্তাব ছাত্র ফেডারেশনের

16 hours ago 6

ডাকসু ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর গঠনতন্ত্রের গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবনা প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে তারা এ প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক, সচিব সাকিবুর রনি, সদস্য সীমা আক্তারসহ অন্য নেতারা। 

ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ডাকসু হল সংসদের গঠনতন্ত্র সংশোধনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ডাকসুর সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ গঠনতন্ত্রের গণতান্ত্রিক রূপান্তর করতে আমরা পূর্ণ প্রস্তাব হাজির করেছি। আমাদের সংশোধনী প্রস্তাব নিয়ে আগামী ১২ জানুয়ারি (রবিবার) বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের মাঝে তা প্রকাশ করব।

Read Entire Article