ডাকসুর ফলের অপেক্ষায় সবাই, কেন্দ্রের বাইরে উপচেপড়া ভিড়

16 hours ago 6

অভিযোগ-পাল্টা অভিযোগ, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে সব কেন্দ্রের সামনে ভিড় করছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। তারা ফলের অপেক্ষায় রয়েছেন। সেখানে ভোটের ফল ঘিরে প্রার্থী ও ভোটাদের মধ্যে বাড়ছে জল্পনা-কল্পনা।

পোলিং এজেন্ট, নির্বাচনী কর্মকর্তা ছাড়া কাউকে এখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোট গণনা শুরু হলে প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি ভেতরের কার্যক্রম দেখানো হবে।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৮ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলে।

এদিকে, নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, তা আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি। তবে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। কেন্দ্রভেদে এ হার কম-বেশি হতে পারে। তবে আশানুরূপ সাড়া দিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে, ডাকসু ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিকেল থেকে শাহবাগ ও এর আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় বেড়েছে। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

এএএইচ/এমকেআর/এমএস

Read Entire Article