ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের পরিচয়
দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর নির্বাচন। ২৯ জুলাই এই নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে উৎসবের আমেজ বিরাজ করছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। এরই মধ্যে প্যানেল ঘোষণাও শেষ করেছে দলগুলো।
এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন ৯ জন। আর জিএস পদে লড়বেন ৮ জন।
ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন যারা-
১. আবিদুল ইসলাম খান (বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল)। কবি জসীমউদদীন হলের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
২. আবু সাদিক কায়েম (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)। ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। শেখ মুজিবুর রহমান হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।
৩. বিন ইয়ামিন মোল্লা (ছাত্র অধিকার পরিষদ)। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। স্যার এ এফ রহমান হলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে।
৪. মোহাম্মদ ইয়াছিন আরাফাত (ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ)। সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। নোয়াখালী জেলার বাসিন্দা তিনি।
৫. শেখ তাসনীম আফরোজ ইমি (সম্মিলিত বাম জোট)। প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে লড়বেন তিনি। শামসুন্নাহার হলের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। খুলনার পাইকগাছার বাসিন্দা তিনি।
৬. জামালুউদ্দীন মুহাম্মদ খালিদ (স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ)। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। কবি জসীমউদদীন হলের আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। চাঁদপুর জেলার বাসিন্দা তিনি।
৭. আব্দুল কাদের (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ)। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। বিজয় ৭১ হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী তিনি। লক্ষ্মীপুর জেলার বাসিন্দা তিনি।
৮. উমামা ফাতেমা (সাবেক মুখপাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। কবি সুফিয়া কামাল হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা তিনি।
৯. শামীম হোসেন (স্বতন্ত্র)। বিজয় ৭১ হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তিনি। সাতক্ষীরা জেলার বাসিন্দা তিনি।
ডাকসু নির্বাচনে জিএস পদে লড়বেন যারা-
১. তানভীর বারী হামিম (বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল)। কবি জসীমউদদীন হলের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। খুলনার বাসিন্দা তিনি।
২. এস এম ফরহাদ (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)। ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। শেখ মুজিবুর রহমান হলের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। চট্টগ্রাম জেলার মানচিত্র।
৩. সাবিনা ইয়াসমিন (ছাত্র অধিকার পরিষদ)। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। বেগম রোকেয়া হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে।
৪. খায়রুল আহসান মারজান (ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ)। সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন। সলিমুল্লাহ মুসলিম হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তিনি। বরগুনা জেলার বাসিন্দা তিনি।
৫. মেঘমল্লার বসু (বাংলাদেশ ছাত্র ইউনিয়ন)। প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে লড়বেন তিনি। জগন্নাথ হলের শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। রাজবাড়ী জেলার বাসিন্দা তিনি।
৬. মাহিন সরকার (এনসিপির সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব)। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী তিনি। সিরাজগঞ্জ জেলার বাসিন্দা তিনি।
৭. আবু বাকের মজুমদার (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ)। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে লড়বেন তিনি। ফজলুল হক মুসলিম হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তিনি। কুমিল্লা জেলার বাসিন্দা তিনি।
৮. আল সাদী ভূঁইয়া (সাবেক মুখপাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে লড়বেন তিনি। মাস্টারদা সূর্য সেন হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা তিনি।
তপশিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। একই দিনে ফলও ঘোষণা করা হবে।
এর আগে, দীর্ঘ ২৮ বছর পর সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। ২০১৯ সালের নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর, জিএস ছিলেন গোলাম রাব্বানী এবং এজিএস পদে নির্বাচিত হন সাদ্দাম হোসেন।
সর্বশেষ ২০১৯ সালের ডাকসু নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে ভোট দিয়েছিলেন ভোটাররা। তবে এবার পদসংখ্যা বেড়েছে। ফলে এবার মোট ২৮টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা।