ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
আত্মসমর্পণ করা তিন ডাকাতের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাদের নাম পরিচয় এখনো জানানো হয়নি। ডাকাতরা আত্মসমর্পণ করলেও ব্যাংকে থাকা কর্মকর্তা-কর্মচারীরা এখনো ভেতরে রয়েছেন। তারা কেউ বের হননি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ডাকাতরা আত্মসমর্পণ করেন।
র্যাব-১০ এর অধিনায়ক খালেদুল হক হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। ব্যাংকের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।
এই তিনজনই কি ব্যাংকে হানা দিয়েছিলেন? জানতে চাইলে খালেদুল হক হাওলাদার বলেন, ব্যাংকের ভেতরে তিনজন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া তিনজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
- আরও পড়ুন
- কেরানীগঞ্জে ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ
- সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব ঘিরে উত্তাল প্রশাসন
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকে জিম্মি থাকা সবাই মুক্ত। তবে তারা এখনো ব্যাংকে অবস্থান করছেন। ডাকাতির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু সময় পর তারা বের হবেন। তারা সবাই নিরাপদে আছেন।
সরেজমিনে দেখা যায়, রূপালী ব্যাংকের এ শাখা যে ভবনে সেটি চারতলা। দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের শাখা, তৃতীয় ও চতুর্থ তলা আবাসিক এবং নিচ তলায় রয়েছে দোকান।
সন্ধ্যায় সাড়ে ৬টার দিকেও ব্যাংকের আশপাশ ঘিরে ছিলেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা। পাশাপাশি উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে।
আজিজুল হাকিম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ব্যাংকে ডাকাতির ঘটনার কথা শুনে আমরা দুপুরে মসজিদে মাইংকিং শুনি। এরপর সবাই ব্যাংকের সামনে এসে জড়ো হয়।
রেজাউল সিদ্দিকী নামের স্থানীয় আরেক ব্যক্তি বলেন, মাত্র তিনজন ব্যাংকে ঢুকে এভাবে ডাকাতির ঘটনা সত্যিই ভয়ের। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা প্রয়োজন।
টিটি/কেএসআর/এএসএম