ডাকাতির অভিযোগে বিশ্বকাপ খেলা ক্রিকেটার গ্রেপ্তার

2 weeks ago 8
ডাকাতির অভিযোগে পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এই ঘটনা ঘটে। ডরিগা চলমান ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া পাপুয়া নিউগিনি দলের সদস্য।  কিপলিং ডরিগা পিএনজির জার্সিতে এখন পর্যন্ত ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির হয়ে খেলেছেন। বুধবার সকালে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়।  ধারণা করা হচ্ছে, সেখানে তিনি অভিযোগ স্বীকার করেছেন। রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কির্ক মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়ে দিয়েছেন। সেখানে আগামী ২৮ নভেম্বর তার শুনানি হবে। এর আগে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় সেই সময় পর্যন্ত ডরিগাকে পুলিশ হেফাজতেই থাকতে হবে। উল্লেখ্য, পিএনজির জার্সিতে ৩৯ ওয়ানডেতে ২০ গড়ে ডরিগা করেছেন ৭৩০ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৩ ম্যাচে তার রান ৩৫৯। 
Read Entire Article