ডাচদের সাথে টি-২০ বিশ্বকাপে কখনো হারেনি টাইগাররা

3 months ago 26

অল্পের জন্য, না হয় টাইগারদের এবারের যুক্তরাষ্ট্র মিশন থাকতো সোনালী সাফল্যে মোড়ানো; কিন্তু ১০ জুন রাতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে আটকে রেখেও শেষ পর্যন্ত জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

শেষ ওভারে ১১ রান দরকার থাকা অবস্থায় প্রোটিয়া বাঁ-হাতি স্পিনার কেশভ মাহরাজের হাত থেকে একজোড়া ফুলটস ডেলিভারি বেরিয়ে আসার পরও দল জেতাতে পারেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক আর তাসকিন আহমেদ।

সেই প্রায় নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার পর এখন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পরের খেলা দুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। অন্য হিসেব-নিকেশও আছে। তবে সহজ ও সোজা হিসেব হচ্ছে, শেষ ২ ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জিততে হবে।

ওই দুই ম্যাচ জিতলে বিনা বাঁধায় সুপার এইটে চলে যাবে শান্ত বাহিনী। পুরো দেশ তাকিয়ে এখন টিম বাংলাদেশের দিকে। ১৩ আর ১৭ জুন ২ ম্যাচ জিতে সেরা আটে পা রাখতে পারবে বাংলাদেশ? তা দেখতে উন্মুখ কোটি বাংলাদেশি।

তবে শেষ ২ ম্যাচের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ নিয়েই সবার আগ্রহ। কারণ ডাচরা বাংলাদেশের অনেক পুরনো প্রতিদ্বন্দ্বী। সেই ১৯৯৭ সালের আইসিসি ট্রফির মিশনে সবচেয়ে কঠিন বাঁধার প্রাচীর হয়ে দাড়িয়েছিল ডাচরা। বৃষ্টি ভেজা সেই ম্যাচে আকরাম খানের ক্যারিয়ার সেরা (৯২ বলে ৬৮ নটআউট) ম্যাচ জেতানো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৩ উইকেটের জয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।

এর বাইরে ডাচদের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড কিন্তু খুব ভাল না। যদিও সেটা ভিন্ন ফরম্যাট, মানে ওয়ানডেতে। তারপরও ইতিহাস জানাচ্ছে, গত বছর অক্টোবরে কলকাতার ইডেন গার্ডেনে ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে পারেনি বাংলাদেশ। ৮৭ রানের বড় জয় পেয়েছিল ডাচরা।

যদিও টি-টোয়েন্টি পরিসংখ্যান বেশ সমৃদ্ধ টাইগারদের। ৫ বারের মোকাবিলায় লাল সবুজদের জয় ৪টিতে। কমলারা জিতেছে একবার মাত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সাফল্যের পাল্লা ভারী। টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো নেদারল্যান্ডসের কাছে হারেনি বাংলাদেশ।

ডাচরা সেয়ানে, সেয়ানে লড়াই করলেও শেষ পর্যন্ত আর কুলিয়ে উঠতে পারেনি টাইগারদের সাথে। ২০১৬ সালে ভারতের ধর্মশালায় ৮ রানে আর ২০২২ সালে অস্ট্রেলিয়ার হোবার্টে ৯ রানে জিতেছিল বাংলাদেশ। দেখা যাক এবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে কি হয়!

এআরবি/আইএইচএস/

Read Entire Article