ডাটা সুরক্ষিত রেখে জি-মেইল অ্যাকাউন্ট পরিবর্তন করবেন যেভাবে

জি-মেইলের ঠিকানা বদলানো বরাবরই ঝক্কির কাজ। নতুন একটি আইডি খুললেই হয়তো সমাধান মিলত, কিন্তু তাতে পুরোনো আইডির সব ডাটা, মেইল, কনট্যাক্ট ও পরিষেবার ধারাবাহিকতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকত। এবার আর সেই চিন্তা নেই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন চাইলে আগের সব ডাটা অক্ষুণ্ণ রেখেই তাদের জি-মেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো আইডি বদলালেও পুরোনো ঠিকানাটি সক্রিয় থাকবে। অর্থাৎ পুরোনো ও নতুন দুই ঠিকানাতেই পাঠানো ই-মেল ব্যবহারকারী পেতে থাকবেন। ছবি, ই-মেইল, গুগল পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত তথ্যও আগের মতোই সুরক্ষিত থাকবে। তবে এই সুবিধা এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে বলে গুগলের সাপোর্ট পেজে জানানো হয়েছে। ফলে বহুদিন ধরে ‘বেমানান’ বা অদ্ভুত ই-মেইল আইডি ব্যবহার করে চলা মানুষদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। কেউ চাইলে নিজের নাম অনুযায়ী আইডি নিতে পারবেন, আবার কেউ চাইলে গোপন নামেও নতুন ঠিকানা তৈরি করতে পারবেন। তবে নতুন নিয়মে রয়েছে একটি সীমাবদ্ধতাও। একবার ইমেল ঠিকানা পরিবর্তন করলে পরবর্তী ১২ মাসের মধ্যে আরেকটি নতুন ঠিকানা নেওয়া যাবে না। যদিও পুরোনো

ডাটা সুরক্ষিত রেখে জি-মেইল অ্যাকাউন্ট পরিবর্তন করবেন যেভাবে

জি-মেইলের ঠিকানা বদলানো বরাবরই ঝক্কির কাজ। নতুন একটি আইডি খুললেই হয়তো সমাধান মিলত, কিন্তু তাতে পুরোনো আইডির সব ডাটা, মেইল, কনট্যাক্ট ও পরিষেবার ধারাবাহিকতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকত। এবার আর সেই চিন্তা নেই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন চাইলে আগের সব ডাটা অক্ষুণ্ণ রেখেই তাদের জি-মেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

সবচেয়ে বড় সুবিধা হলো আইডি বদলালেও পুরোনো ঠিকানাটি সক্রিয় থাকবে। অর্থাৎ পুরোনো ও নতুন দুই ঠিকানাতেই পাঠানো ই-মেল ব্যবহারকারী পেতে থাকবেন। ছবি, ই-মেইল, গুগল পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত তথ্যও আগের মতোই সুরক্ষিত থাকবে।

তবে এই সুবিধা এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে বলে গুগলের সাপোর্ট পেজে জানানো হয়েছে। ফলে বহুদিন ধরে ‘বেমানান’ বা অদ্ভুত ই-মেইল আইডি ব্যবহার করে চলা মানুষদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। কেউ চাইলে নিজের নাম অনুযায়ী আইডি নিতে পারবেন, আবার কেউ চাইলে গোপন নামেও নতুন ঠিকানা তৈরি করতে পারবেন।

তবে নতুন নিয়মে রয়েছে একটি সীমাবদ্ধতাও। একবার ইমেল ঠিকানা পরিবর্তন করলে পরবর্তী ১২ মাসের মধ্যে আরেকটি নতুন ঠিকানা নেওয়া যাবে না। যদিও পুরোনো জি-মেইল ঠিকানাটি প্রয়োজনে ব্যবহার করা যাবে আগের মতোই।

নতুন এই সুবিধা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে আনন্দ প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন-‘ফিচারটা দরকার ছিল ২০০৫ সালে, আসছে ২০২৫-এ!’ আবার কেউ মজা করে বলেছেন-‘আমার সেই কুল ইউজারনেমগুলোর স্মৃতি তো আর মোছা যাবে না।’ আরেকজন রসিকতার ছলে লিখেছেন-‘না! আমি আমার StonerBeast42069 ইউজারনেমটা চিরকাল রাখব!’

অনেকে বলছেন, জীবনের নতুন অধ্যায়ে পা রেখে তারা এখন নিজেদের পরিচয় নতুনভাবে সাজাতে পারবেন। বিশেষ করে রূপান্তরকামী ও নাম বদলানো ব্যক্তিদের কাছে এই সুবিধা নতুনভাবে আত্মপরিচয় গড়ার সুযোগ এনে দেবে।

আরও পড়ুন
গুগল ক্যালেন্ডার ব্যবহারেও হ্যাকারের ফাঁদে পড়তে পারেন
অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের নতুন ৫ ফিচার

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow