অ্যাপল, গুগল থেকে শুরু করে ফেসবুক, গিটহাব, টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবার ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এর মধ্যে কেবল লগ ইন তথ্যর নয়, রয়েছে গোপন পাসওয়ার্ডও।
সাইবার নিউজের বরাত দিয়ে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিউজের গবেষক ভিলিয়াস পেতকাউস্কাসের নেতৃত্বে শুরু হওয়া তদন্তে দেখা গেছে, ১৮৪ মিলিয়ন রেকর্ড সম্বলিত একটি রহস্যময় ডাটাবেস ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া... বিস্তারিত