ডিআরইউর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানালেন জামায়াতের আমির

1 month ago 11

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩০ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা দেশের উন্নয়ন, অগ্রগতি এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন। দেশি-বিদেশি সব চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাণ্ডারীর ভূমিকা পালন করবেন বলেও আমি আশাবাদ ব্যক্ত করছি। 

Read Entire Article