ডিএনসিসি কোভিড হাসপাতালে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার

3 months ago 27

চলমান তাপপ্রবাহ মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে যে কেউ বিনামূল্যে এ চিকিৎসা সেবা নিতে পারবে।

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি। 

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হবে।

ডিএনসিসির মুখপাত্র জানান, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯-এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে।

মসজিদ খোলা রাখবে ডিএনসিসি : পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি। বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত জনসাধারণের জন্য মসজিদগুলো খোলা রাখা হবে। মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

Read Entire Article