ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

3 months ago 27

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ কমাতে ড্রেনেজ ও রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) রাজধানীর দক্ষিণখানে একটি নবনির্মিত সড়ক উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, প্রাথমিক পর্যায়ে রাস্তাগুলোর প্রস্থ ৩০ ফিট করা হয়েছে, যা ভবিষ্যতে ৭০ থেকে ১০০ ফিটে উন্নীত করা হবে। এছাড়াও নতুন ১৮টি ওয়ার্ডকে এয়ারপোর্ট রোডের সঙ্গে সংযুক্ত করতে ৩টি রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার কাজ আগামী অর্থবছরে শুরু হবে।

প্রথম পর্যায়ের উন্নয়নকাজে ইতোমধ্যে ২৫ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংশ্লিষ্ট ড্রেনেজ নেটওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগের কথা জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফেরাতে আগামী মাসের মধ্যে বুয়েটের ডিজাইন করা অটোরিকশা প্রস্তুত করা হচ্ছে। অটোরিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণপূর্বক বৈধ লাইসেন্স নিয়ে ঢাকা শহরে নির্দিষ্ট সংখ্যক অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে। ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত চার্ট থাকবে ও নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read Entire Article