ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন হাফিজ 

2 months ago 33

অপরাধ নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) পুরস্কার পেয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। 

শনিবার (১৬ নভেম্বর) আইজি মো. ময়নুল ইসলাম এনডিসি তার হাতে এই পুরস্কার তুলে দেন।

এসময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি, অতিরিক্ত কমিশনার ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, গত অক্টোবর মাসে অপরাধ নিয়ন্ত্রণসহ থানায় সার্বিক সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে শ্রেষ্ঠ থানা এবং অফিসার ইনচার্জ হিসবে হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। 

হাফিজুর রহমান কালবেলাকে বলেন, থানায় সেবার আরও বৃদ্ধি করা এবং থানাকে সবার আস্থার জায়গায় নিয়ে যাওযায়াই হবে আমার প্রধান কাজ। তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন।

Read Entire Article