ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হকের ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

2 months ago 9

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাবের ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক নওশাদ আলী অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টসমূহে জমাকৃত টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন মর্মে গোপনসূত্রে জানা যায়। সেজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অ্যাকাউন্টসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এমআইএন/ইএ/এএসএম

Read Entire Article