ডিপফেকের শিকার মাধবন, হলেন আদালতের দারস্থ

ব্যক্তি অধিকার রক্ষার্থে সালমান খান, হৃতিক রোশন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাইয়ের পর এইবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবন।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) নিজের ব্যক্তি অধিকার রক্ষার দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাধবনের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে এবার পদক্ষেপ গ্রহণ করল দিল্লি আদালত। ইতোমধ্যে দিল্লি আদালত অভিনেতার ছবি, ভিডিও ব্যবহারকারী ওয়েবসাইটগুলোকে অবিলম্বে তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। আরও জানা যায়, ডিপফেকের শিকার হয়েছিলেন মাধবন। অভিনেতার নাম ব্যবহার করে তৈরি হয়েছিল একাধিক বিজ্ঞাপন। এমনকী তার ছবি ‘কেশরী ৩’ ও ‘শয়তান ২’ ছবির ট্রেলারে ব্যবহার করা হয়েছিল। এ বিষয়ে অভিনেতার আইনজীবী জানান, এর আগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন মাধবন। এবার সেই বিষয়েই পদক্ষেপ গ্রহণ করলেন অভিনেতা। এদিকে দিল্লি আদালতের নির্দেশে বলা হয়েছে, এআই দ্বারা নির্মিত বিভিন্ন কনটেন্ট এই মুহূর্তে সরিয়ে নেওয়া সম্ভব হলেও তা ফের পরবর্তীতে হওয়ার সম্ভবনা থেকেই যায়। এছাড়া ২০২৬ সালের মে মাসে এই মামলার শুনানি হবে। 

ডিপফেকের শিকার মাধবন, হলেন আদালতের দারস্থ

ব্যক্তি অধিকার রক্ষার্থে সালমান খান, হৃতিক রোশন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাইয়ের পর এইবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবন। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) নিজের ব্যক্তি অধিকার রক্ষার দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাধবনের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে এবার পদক্ষেপ গ্রহণ করল দিল্লি আদালত।

ইতোমধ্যে দিল্লি আদালত অভিনেতার ছবি, ভিডিও ব্যবহারকারী ওয়েবসাইটগুলোকে অবিলম্বে তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

আরও জানা যায়, ডিপফেকের শিকার হয়েছিলেন মাধবন। অভিনেতার নাম ব্যবহার করে তৈরি হয়েছিল একাধিক বিজ্ঞাপন। এমনকী তার ছবি ‘কেশরী ৩’ ও ‘শয়তান ২’ ছবির ট্রেলারে ব্যবহার করা হয়েছিল।
এ বিষয়ে অভিনেতার আইনজীবী জানান, এর আগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন মাধবন। এবার সেই বিষয়েই পদক্ষেপ গ্রহণ করলেন অভিনেতা।

এদিকে দিল্লি আদালতের নির্দেশে বলা হয়েছে, এআই দ্বারা নির্মিত বিভিন্ন কনটেন্ট এই মুহূর্তে সরিয়ে নেওয়া সম্ভব হলেও তা ফের পরবর্তীতে হওয়ার সম্ভবনা থেকেই যায়। এছাড়া ২০২৬ সালের মে মাসে এই মামলার শুনানি হবে। 

এদিকে চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমায় সবশেষ দেখা যায় আর.মাধবনকে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় মাধবনের পাশাপাশি অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না,সঞ্জয় দত্ত সহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow