‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ করতে চায় যুক্তরাষ্ট্র

2 weeks ago 16

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। বর্তমান ডিপার্টমেন্ট অব ডিফেন্সের পরিবর্তে এর নামকরণ করা হতে পারে ডিপার্টমেন্ট অব ওয়ার। খবর শাফাক নিউজের।

সোমবার (২৫ আগস্ট) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার ইঙ্গিত দেন। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই পরিবর্তন কার্যকর হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় গার্ডের সৈন্য মোতায়েনের প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বর্তমান নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ডিপার্টমেন্ট অব ডিফেন্স—শুধু প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। প্রতিরক্ষা যেমন চাই, তেমনি আক্রমণও চাই। আগে এর নাম ছিল ডিপার্টমেন্ট অব ওয়ার, যা আরও শক্তিশালী শোনাতো। আর আপনারা জানেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ জিতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছি—সবকিছু জিতেছি।

উল্লেখ্য, ১৭৮৯ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অব ওয়ার নামটি ব্যবহৃত হতো। এরপর জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী সামরিক কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়। ১৯৪৯ সালে এর নাম বদলে ডিপার্টমেন্ট অব ডিফেন্স রাখা হয় এবং প্রতিরক্ষামন্ত্রীর পদ সৃষ্টি করা হয়।
 

Read Entire Article