ডিবি পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২
চট্টগ্রামে ডিবি পরিচয়ে দুই যুবককে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
সোমবার (১৭ মার্চ) চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (২৮)।
এর আগে রোববার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরীর অক্সিজেন মোড় থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের অপহরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ পরিচয় দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ২/৩টি মোটরসাইকেলে করে রোববার রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ের বুশরা কম্পিউটারের দোকানের সামনে থেকে মোটরসাইকেলসহ দুই যুবককে অপহরণ করা হয়। পরে ড্রিমল্যান্ড আবাসিক-২ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অবরুদ্ধ করে রাখে। তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় তাদের পরিবার মামলা করে।
সিএমপির জনসংযোগ বিভাগের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, সোমবার দুপুর ২টায় অক্সিজেন মোড় থেকে ইসলাম সিদ্দিকী নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে বায়েজিদ এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার পরিত্যক্ত ভবনের ওয়ার্কশপ থেকে মো. রাসেল নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত দুই যুবককেও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩/৪ জন পালিয়ে গেছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।