ডিবিতে মারজুক রাসেল

2 weeks ago 7

খ্যাতিমান গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল নিজের মতো থাকতে পছন্দ করেন। নিজের রাজ্যেই তিনি যেন রাজা! নিজের মতো বলেন, লেখেন। নিজের মতো চলেন। মারজুকের নিজস্ব একটি ভাষা আছে। যা অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি সোশ্যাল মিডিয়ায়তে বিভিন্ন বিষয় নিয়ে তার নিজস্ব স্টাইলে লেখালেখি করেন।

মারজুকের লেখার ধরন অনুকরণ করে তার নামের কয়েকটি ফেসবুক পেজ থেকে বিগত কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়া হয়। বিষয়টি মারজুককে তার শুভাকাঙক্ষীরা অবহিত করলেও তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে উড়িয়ে দিতেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা তৎকালীন সরকারের বিরুদ্ধে লেখালেখি করে তাদের গ্রেফতারসহ প্রশাসন বিভিন্নভাবে হয়রানি শুরু করে। ফলে বিষয়টি কোনো কিছুকে পাত্তা না দেওয়া মারজুক রাসেলকেও ভাবিয়ে তোলে।

মারজুক আইনি প্রতিকার চাইতে ডিবি কার্যালয়ে যান। বিষয়টি ফলাও করে গণমাধ্যমে প্রকাশিত হয়। কারণ গত সরকালের আমলে শোবিজের তারকারা পান থেকে চুন খসলেই ডিবিতে যেতেন। মারজুক কখনো সেখানে যাননি। ফলে মারজুকের প্রথমবার ডিবিতে যাওয়ার বিষয়টি সবার নজরকেড়েছে।

যে সময় মারজুক রাসেল জানান, কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে তার নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিষয়টির প্রতিকার চেয়ে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অভিযোগ করেন মারজুক রাসেল।

সে সময় গণমাধ্যমকে মারজুক রাসেল বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে উস্কাকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।’

jagonews24

তিনি আরও বলেন, ‘আমি ২০-২৫ বছর হল মিডিয়ার সঙ্গে আছি। আমার বন্ধু-সহমর্কীরা জানেন আমি কী পোস্ট দিতে পারি আর কী দিতে পারি না। যেগুলো পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে যেগুলোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ স্যারের সঙ্গে কথা হয়েছে।’

সবশেষে তিনি বলেন, ‘আমার একটি ফেসবুক আইডি ও পেজ আছে। সেটা ভেরিফাইড না। ভেরিফায়েড করা চেষ্টা করছি। আশা করি দ্রুতই সেটা হয়ে যাবে।’

এর আগে একই বিষয়ে মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে করেছিলেন মারজুক রাসেল। সর্বশেষ গেল বছর ১৮ আগস্ট অভিযোগ করেন তিনি। সেদিনও তিনি বলেন, একাধিক ভুয়া পেজ ও আইডি থেকে অপ্রীতিকর নানা পোস্ট দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। এসব ভুয়া পেজ কারা চালাচ্ছে জানি না।

মারজুক রাসেল লেখালেখির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত বেশ কিছু নাটক বেশ জনপ্রিয় হয়েছে। সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন।

এমএমএফ/জিকেএস

Read Entire Article