ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

2 months ago 6

টলিপাড়ার পরিচিত মুখ সুস্মিতা রায়কে ঘিরে সম্প্রতি ডিভোর্সের গুঞ্জন আবারও চাউর হয়েছে। নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁকের কথা। যদিও সরাসরি বিচ্ছেদ শব্দটি ব্যবহার করেননি, তবে অভিনেত্রী ও তার স্বামী সব্যসাচী চক্রবর্তীর যৌথ বিবৃতি থেকে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে- তাদের পথ এখন আলাদা।

ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আলাদা হচ্ছেন সুস্মিতা ও সব্যসাচী? এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দুজন মিলে যে পোস্ট করেছি, ওইটুকুই সবাইকে বলতে চাই।’

তিনি স্পষ্ট জানান, ‘আমি কারও দিকে আঙুল তুলতে চাই না, কোনো কাদা ছোড়াছুড়িও হোক চাই না। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপ করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। আমরা দুজনই একে অপরের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

প্রসঙ্গত, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে নজর কাড়েন সুস্মিতা রায়। পরে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকেও তার অভিনয় প্রশংসিত হয়। পর্দার চরিত্রের মতো বাস্তব জীবনেও তিনি এই মুহূর্তে রাখছেন আত্মসংযম আর পরিপক্বতার পরিচয়।

Read Entire Article