ডিভোর্সের গুঞ্জন, মুম্বাই বিমানবন্দরে গোবিন্দ

3 weeks ago 15

সম্প্রতি গোবিন্দের বিরুদ্ধে পরকীয়া, নিষ্ঠুরতা ও পরিত্যাগ কারণ হিসেবে উল্লেখ করে আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা। এমন আলোচনার মাঝেই হঠাৎই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দকে। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাদা পোশাক ও সানগ্লাসে বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তার পুরো টিমও। এ সময় গোবিন্দ পাপারাজ্জিদের দেখে হাত নেড়ে অভিবাদন জানান, এমনকি চুম্বনও ছুড়ে দেন। তারপর স্বাভাবিকভাবেই বিমানবন্দরের ভেতরে চলে যান এ অভিনেতা।

এদিকে পাপারাজ্জিদের শেয়ার করা কিছু ভিডিওতে দেখা যায়, মিডিয়াকে এড়িয়ে চলার কোনো তাড়া ছিল না তার। বরং কিছু ছবি তোলার পর ধীরে সুস্থেই ভেতরে প্রবেশ করেন। 

শোনা যায়, সুনীতা এখন পর্যন্ত প্রতিটি শুনানিতে আদালতে হাজির থেকেছেন, কিন্তু গোবিন্দ একবারও যাননি। আর এ কারণেই তাদের ডিভোর্সের গুঞ্জন আরও বেশি জোরালো হয়েছে।

Read Entire Article