সমুদ্রের ঢেউ যেমন উপকূলের বালুকাবেলায় শত চিহ্ন আঁকে, আবার পরমুহূর্তেই মুছিয়া ফেলে-মানুষের স্মৃতি ঠিক তেমনি, আঁকে ও মুছিয়া ফেলে। কিন্তু পার্থক্য এই যে, সমুদ্রের বিস্মৃতি প্রকৃতির স্বাভাবিক চক্র, অথচ মানুষের বিস্মৃতি অনেক সময় আত্মবিনাশের সূচনা। এক ব্যক্তি যখন নিজের জীবনের গল্প ভুলিয়া যায়, তখন সে নিজেরই মধ্যে এক অচেনা মানুষে পরিণত হয়। কিন্তু যখন একটি জাতি তার অতীত ভুলিয়া যায়-তখন সে এক অচেনা জাতিতে... বিস্তারিত