ডিসি নিয়োগ স্থগিত হওয়া উপসচিব এনামুল করিম এবার ওএসডি

1 month ago 16

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে সমালোচনার মুখে এনামুল করিমের সিলেটের ডিসি হিসেবে নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) এনামুল করিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে বিতর্কিত কর্মকর্তা এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরের দিন ১০ সেপ্টেম্বর তাকে ডিসি নিয়োগের আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন:

তাকে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সমালোচনা শুরু হয়। ফেনীর সাবেক এই অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিম ২০১৯ সালে নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর আগে নুসরাত জাহান রাফি ও তার মা শিরিন আক্তার ন্যায়বিচারের আশায় তার কাছে গিয়েছিলেন। এরপর মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে এনামুল করিমের বিরুদ্ধে।

আরএমএম/এমএইচআর/এমএস

Read Entire Article