ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে : প্রেস সচিব

3 months ago 9

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। 

শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশ ভালোই চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। যেসব জায়গায় সংস্কার দরকার সেসব জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে অর্থনীতিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরও হবে। 

তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের জন্য কমিশন অনেকগুলো মিটিং করেছে। আমরা মনে করি, আমাদের কাজ খুব ভালো হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে। সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের মর্যাদাপূর্ণ জীবনের কথা ভাবছি এবং সেজন্য কাজ করে যাচ্ছি। 

মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

Read Entire Article