ডু প্লেসির ঝোড়ো সেঞ্চুরিতে প্লে-অফে টেক্সাস

2 months ago 11

ফাফ ডু প্লেসির ঝোড়ো সেঞ্চুরিতে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চলতি আসরের প্লে-অফে জায়গা করে নিয়েছে টেক্সাস সুপার কিংস। ডালাসে গতকাল রোববার এমআই নিউইয়র্ককে ৩৯ রানে হারিয়েছে তারা। ডু প্লেসির সেঞ্চুরির সঙ্গে আকিল হোসেইনের দুর্দান্ত বোলিং ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই স্মিত প্যাটেলকে হারায় টেক্সাস। এরপর দ্রুত ছন্দে ফেরেন ডু প্লেসি। পাওয়ারপ্লের মধ্যেই তুলে নেন হাফসেঞ্চুরি এবং শেষ পর্যন্ত ৫৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার। ৯ ছক্কার সঙ্গে ৫টি চার হাঁকান তিনি।

এছাড়া সাঈতেজা মুকামাল্লা (২৫) ও মার্কাস স্টয়নিস (২৫) টেক্সাসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ দিকে ডোনোভান ফেরেইরার ঝোড়ো ইনিংস (২০ বলে ৫৩) টেক্সাসকে গড়ে দেয় ৪ উইকেটে ২২৩ রানের পুঁজি।

জবাবে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে নিকোলাস পুরানকে ওপেনিংয়ে পাঠায় নিউইয়র্ক। তাতে কোনো লাভ হয়নি। ৪র্থ ওভারে নান্দ্রে বার্গারের বলে পুরান ফেরেন মাত্র ৮ রানে। কুইন্টন ডি কক করেন ৩৫ রান।

শুরু থেকেই রানরেটের সঙ্গে তাল মেলাতে পারেনি নিউইয়র্ক। ১০ ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ৭৫/৩। এরপর স্পিনার আকিল হোসেইন কার্যত ভেঙে দেন নিউইয়র্কের ব্যাটিং লাইনআপ। পাওয়ারপ্লেতে এক ওভারসহ মোট ৪ ওভারে আকিল খরচা করেন মাত্র ১৫ রান, নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

শেষদিকে কায়রন পোলার্ড কিছুটা চেষ্টা করেন। ৩৯ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যারিবীয় ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল করেন ২৬ রান। কিন্তু রানরেট সবসময় নিউইয়র্কের নাগালের বাইরে ছিল। ১৯তম ওভারে বার্গারের বলে পোলার্ড বোল্ড হলে শেষ হয় ম্যাচের আশা।

এমএইচ/জিকেএস

Read Entire Article