ডুবে গেছে ২৫০ বিঘার ধান
গজারিয়ার চর বাউশিয়া বড় কান্দী, বক্তার কান্দী ও টেকপাড়া গ্রামের মাঠের প্রায় ২৫০ বিঘা জমির পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। কষ্টের ফসল তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরেজমিন দেখা যায়, তিন গ্রামের ফসলের মাঠে থই থই পানি। কালো রঙের পানিতে পাকা আমন ডুবে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, একটি জমি ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছে। বালিমিশ্রিত পানিতে ওই এলাকার প্রায় ১০০ কৃষকের পাকা ধান ডুবে গেছে। এখন ধান কাটতে না পারলে তারা আগামীতে ভুট্টা ও সরিষা আবাদ করতে পারবেন না। মাঠ থেকে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন চাষিরা। কৃষক সাইফুল মিয়া বলেন, চলতি মৌসুমে ১৬ বিঘা জমিতে আমন আবাদ করেছি।