ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭০ জন

2 weeks ago 16
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই সময়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে ৪৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৮৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন।  এতে বলা হয়, এ ছাড়া খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১১ জন এবং রংপুর বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ২৭ হাজার ৯৮০ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৫১৪ জন। 
Read Entire Article