দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩৪ জনই বরিশালের বাসিন্দা। এসময় নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগেই ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা দক্ষিণে ৩৫ জন, ঢাকা উত্তরে আটজন এবং ঢাকা বিভাগে আরও ৯ জন আক্রান্ত রয়েছে। এছাড়া খুলনায় আটজন, ময়মনসিংহে সাতজন, রাজশাহীতে পাঁচজন, রংপুরে তিনজন, সিলেটে একজন রয়েছে।
এসইউজে/এমএএইচ/জেআইএম