ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

1 month ago 25
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন। শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৮ জন। তাদের মধ্যে ২১৫ পুরুষ ও ২২৩ নারী। মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৬ জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই সময়ে মারা যাওয়া দুজনই নারী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১১২ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৬২, খুলনা বিভাগে ৬৫, দুই সিটি বাদ দিয়ে ঢাকা বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।
Read Entire Article